নজরুল ইসলাম, পাইকগাছা প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মরহুমা আইভি রহমান এর ১৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পাইকগাছায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সদরস্থ মুজিব কর্ণারে উপজেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগি সংগঠন কর্তৃক আয়োজিত এ কর্মসূচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যাড. সোহরাব আলী সানা। প্রধান বক্তা ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. প্রেমকুমার মন্ডল। উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু’র সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন, আওয়ামী লীগনেতা জিএম ইকরামুল ইসলাম, হেমেশ চন্দ্র মন্ডল, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, কৃষকলীগের সদস্য সচিব সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম,যুবলীগের সাবেক সভাপতি এসএম শামছুর রহমান, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, সেক্রেটারী এসএম জাহাঙ্গীর আলম, যুবলীগের গৌরঙ্গ মন্ডল, পরেশ মন্ডল, আকরামুল ইসলাম, কেডি বাবু, আশরাফুল ইসলাম রাবু, বিশ্বজিৎ মন্ডল, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থপ্রতীম চক্রবর্তী, সাধারণ সম্পাদক ফাইমিন সরদার, মুক্ত অধিকারী, রিপন রায়, রামকৃষ্ণ বাছাড়, রায়হান পারভেজ রনি, ইদ্রিস আলী, রমজান সরদার প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিজান।