নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ডিবি ইউনাইটেড হাইস্কুলের উদ্যোগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস রুমে ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বিদ্রোহী কবি নজরুলের মৃত্যুবার্ষিকীর আলোচনায় তিনি বলেন, “কাজী নজরুল ইসলাম ছিলেন বিদ্রোহী কবি। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিল তাঁর কণ্ঠস্বর। এ কারণেই তিনি ভূষিত হন ‘বিদ্রোহী কবি’ হিসেবে। আজীবন সংগ্রাম করেছেন শোষিত মানুষের মুক্তির জন্য। সোচ্চার ছিলেন সা¤প্রদায়িকতা, ধর্মান্ধতা, কুসংস্কার ও কূপমন্ডুকতার বিরুদ্ধে। তরুণদের কাছে তিনি বিদ্রোহের অনন্ত প্রতীক। চির উন্নত শির কাজী নজরুল ইসলাম তাঁর মাত্র দুই যুগের সৃষ্টিকর্মজুড়ে পরাধীন দেশের মানুষকে মুক্তির পথ দেখিয়ে গেছেন।”
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও অলোচনা সভায় কবির কর্মময় জীবনী নিয়ে আলোচনায় বক্তব্য রাখেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার, সহকারি শিক্ষক সুকুমার সরকার, রমেশ কুমার সরকার প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক মাওলানা মহাসীন উদ্দিন। এসময় ডিবি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষক মো. মুকুল হোসেন।