সাতক্ষীরা সদর উপজেলার অতি-দরিদ্র পরিবারে জন্ম গ্রহনকারী রনজিত একজন সেলুন কর্মচারী। দারিদ্রতার কারনে সে সেলুনের কাজ করে। তার একমাত্র সন্তান মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী। সংসারে তার চারজন সদস্য। সে একাই সংসারের উপার্জনকারী ব্যক্তি। দরিদ্র হলেও সে সমাজের সকল কল্যাণ কাজে সবার আগে যোগ দেয়। বর্তমানে সেলুনের কাজে আয়ও সীমিত হয়ে পড়েছে।
সংসার নির্বাহ করে ও সন্তানের পড়াশুনার খরচ চালিয়ে সে খুব কষ্টে আছে বলে জানায়। ঘরে তার অসহায় বৃদ্ধা মা রয়েছে। সে আরো বলে যে, তার জীবনে নিরাপদ কোন ঘর তৈরী করা হয়তো আদৌ সম্ভব হয়ে উঠবে না। তার বর্তমান ভাঙাচোরা ঘরটি খুবই অনিরাপদ। সরকারী কোন সাহায্য-সহযোগিতাও সে পায় না। আতœসম্মানের কারনে সে কারো কাছে কিছু চাইতেও পারে না।
প্রাকৃতিক যে কোন দুর্যোগের সময় সে পরিবার-পরিজন নিয়ে ভীষন দুঃচিন্তায় থাকে। এমনকি দুর্যোগের সময় মাঝে মাঝে প্রাণের মায়ায় অন্যত্র আশ্রয় নেয়। বর্তমানে সে নিদারুন অসহায় অবস্থায় ও দুঃচিন্তায় আছে। এমতাবস্থায় সে একটি নিরাপদ বসতঘর প্রাপ্তির জন্য সরকারের কাছে আকুতি জানায়। প্রেস বিজ্ঞপ্তি