বাবলা আহমেদ, কালিগঞ্জ ব্যুরো : শোকাবহ আগস্টে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন কালিগঞ্জ উপজেলার ৯নং মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও সদস্য বৃন্দ।
রবিবার (২৭ আগস্ট) মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিমের নেতৃত্বে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব নাসরিন আক্তার, ইউপি সদস্য মোঃ আরিজুল ইসলাম,রহমত আলী, মোদাচ্ছের রহমান, নূর মোহাম্মদ বাচা মোল্লা, কলিম গাজী, জি এম আব্দুল জলিল, জাহানারা খাতুন, মেহেরুন্নেসা, গ্রাম পুলিশ শেখ রাসেল পারভেজ, উদ্যোক্তা জাহাঙ্গীর হোসেন প্রমুখ।