শ্যামনগর ব্যুরো : শ্যামনগর উপজেলার ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস ও ২১শে আগস্ট গ্রেনেড হামলার স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪ টায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে কলবাড়ি মৎস্য আড়ত চত্বরে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস ও ভয়াল ২১শে আগস্ট গ্রেনেড হামলার স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জি এম আলিমুজ্জামান আলিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক প্রভাষক ফয়সাল আহমেদ সুমন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জিএম সালাউদ্দিন আহমেদ, বুড়িগোয়ালিনী সাবেক চেয়ারম্যান অসীম কুমার সরদার জদ্দার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান গাজী আব্দুর রউফ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহŸায়ক আব্দুর রফিক গাজী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর কুমার মন্ডল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক জি এম আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন তাঁতী লীগের সাবেক সভাপতি মোঃ বিল্লাল হোসেন।