দেবহাটা ব্যুরো : দেবহাটায় বেসরকারী উন্নয়ন সংস্থা আশার আলোর আয়োজনে ও এ্যামেরিকিয়ারস ফাউন্ডেশনের অর্থায়নে স্থানীয় স্বাস্থ্যসেবার উন্নয়নে গর্ভবতী মায়েদেরকে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। দেবহাটা উপজেলার ঘোনাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২৯আগস্ট মঙ্গলবার বিকাল ৪টায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশার আলোর নির্বাহী পরিচালক জাতীয় যুব পুরষ্কারপ্রাপ্ত আবু আব্দুল্লাহ আল আজাদ।
প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাকিব হাসান বাধন। বিশেষ অতিথি ছিলেন মোহনা টিভির প্রতিনিধি আর.কে.বাপ্পা, স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন ও ইউপি সদস্যা লিলি পারভিন। প্রোগ্রাম অফিসার আলমগীর হোসেনের সঞ্চালনায় এসময় আশার আলোর হিসাবরক্ষক ফজলুল হক, আশার আলোর স্বাস্থ্য কর্মী রবিউল ইসলাম, রবিউল পাড়, ফাহমিদা সুলতানা বৃষ্টি, আল আমিন, মাধবী মন্ডল, রিক্তা পারভীন, রাকিবা সুলতানা, শেফালি পারভীনসহ স্বেচ্ছাসেবকগন উপস্থিত ছিলেন। পরে উক্ত এরিয়াভুক্ত অসহায় ও দুঃস্থ ১৫জন গর্ভবতী মায়েদেরকে বিভিন্ন প্রকারের খাদ্য সামগ্রী বিতরন করা হয়।