এএফএম মাসুদ হাসান, শ্যামনগর : সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের অসহায় আব্দুল গাজী (বয়স ৭০)। আগে দিনমজুরি করে জীবিকা নির্বাহ করতেন। এখন বয়সের ভারে আর কাজ করতে পারেন না। শারিরীক দুর্বলতা নিয়ে এসেছিলেন পল্লী চিকিৎসক আলহাজ্ব শেখ আইয়ুব আলীর কাছে প্রাথমিক চিকিৎসা সেবা নিতে।
এসে কান্নাকাটি করছিলেন আর বলছিলেন, ওনার শরীর দূর্বল ঠিকমতো চলাফেরা করতে পারছে না, ওনার ঔষধ কিনে দেওয়ার কেউ নাই। একটা ছেলে কোন রকম খেতে দেয়। প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের পর ডাঃ ওনাকে পাচটি ভিটামিন ইনজেকশন ও দুই রকম খাওয়ার ঔষধের প্রেসক্রিপশন করা হয়। এই অসহায়ত্বের কথা জানতে পেরে নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনে প্রতিষ্ঠাতা পরিচালক মানবতার সেবক শেখ আল মামুন- ৩০ আগস্ট (বুধবার) সকাল ১১ টায়, নূরনগর বাজারে অবস্থিত মামুন ক্লিনিকে অসহায় আব্দুল গাজীকে ভিটামিন ইনজেকশন ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।
এসময় শেখ আল মামুন বলেন, অসহায় এই চাচার পাশে থাকার ক্ষুদ্র চেষ্টা করেছে নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশন। এভাবে প্রতিটি মানবতার কাজ সফল করার জন্য যাহারা সহযোগিতা পাঠিয়ে আমাদের পাশে থাকেন সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এসময় আরও উপস্থিতি ছিলেন, নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশন সদস্য, মোঃ আনারুল হোসেন, মোঃ হাফিজ ও রোগীর পরিবারের সদস্যরা।