নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু কর্ণার চিরঞ্জীব মুজিব শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের ২য় তলায় বঙ্গবন্ধু কর্ণার চিরঞ্জীব মুজিব উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাশরুফা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণপদ পাল, সাংবাদিক মমতাজ আহমেদ বাপ্পি,শরিফুল্লাহ কাইছার সুমন প্রমুখ।