দেবহাটা ব্যুরো : দেবহাটায় বেসরকারী উন্নয়ন সংস্থা ছওয়াবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৪ই সেপ্টেম্বর বিকাল ৪টায় পারুলিয়াস্থ কম্পিউটার চাইল্ড হোম এন্ড স্কুলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের পরিচালক আঃ কাদের মহিউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছওয়াবের ডিরেক্টর অপারেশন ম্যানেজার আক্তারুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে ছওয়াবের হেড অব প্রোগ্রাম অফিসার লোকমান হোসেন, প্রোগ্রামার অফিসার মনিরুজ্জামন, ফেয়ার মিশনের উপদেষ্টা সাবেক জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্জ্ব রফিকুল ইসলাম, কুলিয়া শাখা ফেয়ার মিশনের উপদেষ্টা ও আওয়ামী লীগ নেতা মজনুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
ছওয়াব দেবহাটা উপজেলার ফেয়ার মিশনের সহযোগীতায় দেবহাটার বিভিন্ন প্রান্তে আর্সেনিকমুক্ত পানি পানকরার লক্ষ্যে ২০০টি ফ্রি গভীর নলক‚প বসানোর কাজ শেষে মতবিনিময় সভায় ছওয়াব নেতৃবৃন্দ দেবহাটায় যারা সহযোগীতা করেছেন তাদেরকে সহযোগীতা করার জন্য ধন্যবাদ জানান এবং সাথে সাথে আগামীতে ছওয়াব বিভিন্ন প্রকল্প প্রদানের মাধ্যমে দেবহাটাবাসীর কল্যানে কাজ করার আশ্বাস প্রদান করেন। ছওয়াবের পরিচালক রাশেদুজ্জামান এই প্রকল্পের সাথে জড়িত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফেয়ার মিশনের যুগ্ম সম্পাদক উত্তম কুমার পাল।