নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় যন্ত্র সংগীত উৎসব ২০২২-২৩ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায়, জেলা শিল্পকলা একাডেমি সাতক্ষীরার আয়োজনে এবং সাতক্ষীরা জেলা প্রশাসন এর সহযোগিতায় ঢাকা, খুলনা ও সাতক্ষীরা জেলার প্রথিতযশা যন্ত্রসংগীত শিল্পীদের অংশগ্রহণে ৫ই সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধা ৭টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে “যন্ত্রসংগীত উৎসব” অনুষ্ঠিত হয়।
যন্ত্র সংগীত উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্মেষা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা কালেক্টরেটের সহকারী কমিশনার আল আমিন, বাংলাদেশ বেতার খুলনা আঞ্চলিক পরিচালক নিতাই কুমার ভট্টাচার্য, উপ আঞ্চলিক পরিচালক মমিনুর রহমান, সহ পরিচালক মামুন আকতার, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু আফফান রোজ বাবু, হেনরী সরদার, সাবেক পৌর কাউন্সিলর ফারহা দিবা খান সাথী, শেখ সিদ্দিকুর রহমান, সাতক্ষীরা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক শহিদুল ইসলাম, সুকুমার দাস বাচ্চু, বিশ্বজিৎ সাহা প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান।