বুধবার , ৬ সেপ্টেম্বর ২০২৩ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত

প্রতিবেদক
satkhirar sakal
সেপ্টেম্বর ৬, ২০২৩ ১১:৫২ অপরাহ্ণ

মোঃ নজরুল ইসলাম, পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় বিভিন্ন মন্দির প্রাঙ্গণে ৬ সেপ্টেম্বও বুধবার সনাতন ধর্মের প্রবর্তক ও প্রাণপুরুষ মহাবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। প্রতি বছরের মতো এবারও বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, ব্যাপক আনন্দ-উৎসব ও উপজেলার বিভিন্ন মন্দির প্রাঙ্গণে কৃষ্ণ পূজা সহ অন্যান্য আচার-বিধি পালন করা হয়।

মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠানমালায় ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, গীতাযজ্ঞ, কীর্তন, আরতি, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা প্রভৃতি। উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালী বাড়ি প্রাঙ্গণে আলোচনা পূর্বক মঙ্গল প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পূজা পরিষদের জেলা কমিটির সাবেক জেলা যুগ্ম সাধারণ সম্পাদক সাধন কুমার ভদ্র।

অনুষ্ঠিত ধর্মীয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন পূজা পরিষদের উপজেলা কমিটির সভাপতি সমীরণ কুমার সাধু। প্রধান অতিথি ছিলেন, খুলনা- ৬ (পাইকগাছা-কয়রা) সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ প্রেমকুমার মন্ডল, কোষাধ্যক্ষ ইঞ্জিঃ মাহবুবুল আলম, জেলা পূজা উদযাপন পরিষদ নেতা এ্যাডঃ চিত্তরঞ্জন সরকার, অলোক মজুমদার, ওসি মোঃ রফিকুল ইসলাম ও তদন্ত তুষার কান্তি দাশ, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ মন্ডল, সাধারণ সম্পাদক সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, উপজেলা কেন্দ্রীয় মন্দির সরল কালীবাড়ির সভাপতি দেব্ব্রত রায়, সম্পাদক অখিল মন্ডল, পৌর সভাপতি সন্তোষ কুমার সরদার, পৌর পূজা পরিষদের সভাপতি বাবু রাম মন্ডল, আওয়ামী লীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, এসএম তৈয়বুর রহমান ও কবিতা দাশ, ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম।

উপজেলা পরিষদের সাধারণ সম্পাদক আনান্দ মোহন বিশ্বাস ও পৌর সেক্রেটারি জগদীশ রায়ের সঞ্চালনায় বক্তৃতা করেন, পূজা উদযাপন পরিষদ নেতা মুরারী মোহন সরকার, প্রাণকৃষ্ণ দাশ, উত্তম সাধু, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, প্যানেল চেয়ারম্যান পুলকেশ রায়, বিজন বিহারী সরকার, সুরঞ্জন চক্রবর্তী, কল্লোল মল্লিক, সুনীল মন্ডল, সুকৃতি মোহন সরকার, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, বি সরকার ও পূর্ণ চন্দ্র মন্ডল, মৃত্যুঞ্জয় সরদার, পিযুষ সাধু, জগন্নাথ দেবনাথ, প্রজিৎ রায়, দিপক মন্ডল, পরেশ মন্ডল, দিপংকর মন্ডল, কালিপদ বিশ্বাস, বিধান রায়, বিপুল বিশ্বাস, সুকৃতিমোহন সরকার, দ্বীজেন মন্ডল, অমূল্য রায়, সুভাষ রায়, শংকর দেবনাথ, নাজমা কামাল, কেডি বাবু, আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, রনি সহ উপজেলা, পৌর ও ইউনিয়নের নেতৃবৃন্দ। এসময়ে উপজেলা ও পৌর সভার হাজারো ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

দুদিন ব্যাপি অনুষ্ঠানে পূর্জা অর্চনা, ভাগবত পাঠ, ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান, প্রসাদ বিতরণ, শিশু কিশোরদের মধ্যে গীতাপাঠ প্রতিযোগিতা সহ বৃহস্পতিবারে নন্দোৎসবের মধ্যদিয়ে পরিসমাপ্তি ঘটবে।

সর্বশেষ - সাতক্ষীরা সদর