যশোর অফিস : যশোরে আগ্নেয়াস্ত্র, গুলি, বার্মিজ চাকু ও ইয়াবাসহ অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের আশ্রম মোড় এলাকা থেকে আটক করা হয়।আটককৃতরা আসামি হলো শহরের আশ্রমরোড এলাকার আক্তারুজ্জামানের ছেলে আশরাফুল আলম বিপুল (২৩)কে আটক করেছে ডিবি পুলিশ।
ডিবি পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শহরের আশ্রমরোড এলাকার অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে শহরের আশ্রমরোড এলাকার ডাঃ আব্দুর রহমান এর বসতবাড়ীর সামনে পাকাঁ রাস্তার উপর থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, বার্মিজ চাকু ও ইয়াবাসহ অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করে। এসময় তার কাছ থেকে ১টা সচল ওয়ান শুটারগান, ১০ রাউন্ড গুলি, ১টা বার্মিজ চাকু ও ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ডিবি পুলিশের দাবি উদ্ধারকৃত ইয়াবার মূল্য অনুমান ৭৫ হাজার টাকা। অস্ত্র ও মাদক উদ্ধার সংক্রান্ত পৃথক মামলা দুটি মামলা হয়েছে।