বাবলা আহমেদ, কালিগঞ্জ ব্যুরো : সাতক্ষীরার কালিগঞ্জে বাংলাদেশ স্কাউটস এর সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য বিভাগ কর্তৃক জাতীয় পর্যায়ে সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড চূড়ান্ত মূল্যায়ন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় সমগ্র বাংলাদেশে একযোগে লিখিত এবং মৌখিক মূল্যায়ন অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিভাগের মধ্যে সাতক্ষীরার কালিগঞ্জে অবস্থিত “সরকারি কালিগঞ্জ মডেল মাধ্যমিক বিদ্যালয় “এবং বাগেরহাট এই ২টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে মোট ২২ জন স্কাউট এবং গার্লস ইন স্কাউট এ পরীক্ষায় অংশগ্রহণ করে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও সম্পাদক মোঃ আবুল খায়ের, উপ-পরিচালক মোঃ জহির উল আলম, সহকারি পরিচালক মোঃ জামাল উদ্দিন ও সহকারী পরিচালক দয়াময় হালদার, উপজেলা কমিশনার শেখ শফিকুল ইসলাম, উপজেলা সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, উপজেলা স্কাউট লিডার মোঃ শাহিনুর রহমান, ইউনিট লিডার সিরিনা সুলতানা এবং স্কুলের অন্যান্য শিক্ষকবৃন্দ। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এ মূল্যায়ন সম্পন্ন হয়েছে।