মোঃ ফিরোজ হোসেন, ভ‚রুলিয়া প্রতিনিধি : ‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচের সভাপতিত্বে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন- কাশিমাড়ী ইউপি সচিব প্রভাষ কুমার মন্ডল, ইউপি সদস্য গন, ইউপি চৌকিদার, দোপাদার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।