শেখ মনিরুল ইসলাম : চার দফা দাবিতে ম্যাটস ইন্টার্ন শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে ম্যাটস ইন্টার্ন শিক্ষার্থীরা। গত ১৬ আগস্ট থেকে শুরু হয়ে ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার ৩৫ তম দিনের মতো সারা বাংলাদেশের সকল সরকারি -বেসরকারি ম্যাটস্ এর শিক্ষার্থীরা ৪ দফা দাবির বাস্তবায়নের জন্য আন্দোলন করছে। তারই ধারাবাহিকতায় সাতক্ষীরা সদরে ম্যাটস ইন্টার্ন শিক্ষার্থীরা ১৬ আগস্ট থেকে কর্মবিরতি দিয়েছে।
মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ করে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর মাধ্যমে প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রী বরাবর ২য় বারের মতো স্মারকলিপি প্রদান করে ম্যাটস ইন্টার্ন শিক্ষার্থীরা। ৪ দফা দবির মধ্যে ইন্টার্নশীপ বহাল সহ অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন।
এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন। কর্ম সংস্থান সৃজন এবং দ্রæত নিয়োগ এবং বঙ্গবন্ধুর ৫ম বর্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা প্রদান। দাবি বাস্তবায়ন না হলে ২৫ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে কাপনের কাপড় পড়ে আমরণ অনশন করবে ম্যাটস ইন্টার্ন শিক্ষার্থীরা। ডিপ্লোমা চিকিৎসকগণ এদেশের মেহনতি খেটে খাওয়া মনুষদের সেবা দিয়ে থাকে। তাই ম্যাটস ইন্টার্ন শিক্ষার্থীদের দাবি গুলো দ্রæত বাস্তবায়ন হলে সাধারণ মানুষের নূন্যতম আধুনিক স্বাস্থ্য সেবে নিশ্চিত হবে।