আশাশুনি প্রতিনিধি : আশাশুনি প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন’২৩-এ মনোনয়নপত্র ক্রয়ের দ্বিতীয় দিনে ৩ টি পদের বিপরীতে ৫ প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছেন। ২৩ সেপ্টেম্বর থেকে ৩ দিন ব্যাপী মনোনয়নপত্র ক্রয়ের দ্বিতীয় দিন পর্যন্ত সভাপতি পদে দু’জন বর্তমান সভাপতি এস, এম আহসান হাবিব ও সাবেক সভাপতি জি, এম আল ফারুক, সাধারণ সম্পাদক পদে দু’জন বর্তমান সাধারণ সম্পাদক এস,কে হাসান ও শরিফুজ্জামান মুকুল শিকারি এবং সাংগঠনিক সম্পাদক পদে শেখ আশিকুর রহমান মনোনয়নপত্র ক্রয় করেছেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার এস এম হাসানুজ্জামান এবং পোলিং অফিসার ও একই অফিসের হিসাব রক্ষক তুষার কান্তি রায় মনোনয়নপত্র বিতরণ ও বিক্রয় করছেন। উল্লেখ্য, আগামী ২৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৪ অক্টোবর সকাল ১০ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।