নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর ৭৭ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিট ভবন মিলনায়তনে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের আয়োজনে পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, শিল্প বাণিজ্য ও বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মমিনুল্লাহ মোহন, সাধারণ সম্পাদক মোঃ সাহাদাৎত হোসেন, দপ্তর সম্পাদক মোঃ কামরুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ আব্দুল সেলিম, সদস্য আবু আব্দুল্লাহ আবু সাক্কার, মীর মনোয়ার হোসেন প্রমুখ।
এসময় পৌর আওয়ামী লীগের ২ নং ওয়ার্ডের সভাপতি মীর হাবিবুর রহমান বিটু, সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী বাবু সহ ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইকবাল হোসেন।