তাপস সরকার তালা : তালায় জাতীয় মহিলা সংস্থার আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর ৭৭ তম জন্মদিবস উদযাপন করা হয়েছে। প্রধানমন্ত্রীর জন্মদিবস উপলক্ষে শুক্রবার বিকালে জাতীয় মহিলা সংস্থা তালা উপজেলা কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা তালা উপজেলা কার্যালয়ের চেয়ারম্যান সুতপা রাহা। এ সময় আরও উপস্থিত ছিলেন কর্মকর্তা কর্মচারী বৃন্দ,তথ্য আপা প্রকল্পের কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং ট্রেড প্রশিক্ষণার্থী বৃন্দ। উক্ত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা রবিউল ইসলাম অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দীর্ঘায়ু কামনা করা হয়।