আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উন্নয়ন সংস্থা আশাশুনি কার্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহায়তায় এবং উন্নয়ন সংস্থার বাস্তবায়নে সংস্থার সামনে থেকে র্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সংস্থার সামনে গিয়ে শেষ হয়।
পরে সংস্থার হল রুমে “সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্যে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভ‚মিকা” শ্লোগান সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উন্নয়ন সংস্থা পরিচালিত আশাশুনি সদর ইউনিয়নে “প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি”র আওতায় সমৃদ্ধি কর্মসূচির সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জাবের হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বীর মুক্তিযোদ্ধা বাবর আলী মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মুনছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ওজিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ; ইউপি সদস্য তারক মন্ডল, বনমালী দাস, সমৃদ্ধির ইউনিয়ন সমন্বয়কারী এসএম আব্দুর রহমান, শাখা ব্যবস্থাপক শাহরিয়ার হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা ইকবাল কবির, ইউনিয়ন প্রবীণ কমিটির সদস্য এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ওয়ার্ড প্রবীণ কমিটির সদস্যবৃন্দ অংশ নেন।