মণিরামপুর (যশোর) সংবাদদাতা : “শিক্ষার রূপান্তর শিক্ষকদের দিয়ে শুরু” (The transformation of education begins with teacher) এই প্রতিপাদ্য সামনে রেখে সারা দেশের ন্যায় মণিরামপুর মহিলা কলেজে বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার বেলা ১১ টায় কলেজ ক্যাম্পাসে র্যালি ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা মাহমুদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সহকারী অধ্যাপক বাবুল আকতারের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথির বক্তব্য রাখেন মণিরামপুর থানার সেকেন্ড অফিসার আবু বক্কর ও মণিরামপুর মহিলা কলেজের পরিচালনা পর্ষদের সদস্য শেখ মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক মো: আব্বাস উদ্দীন, সহযোগী অধ্যাপক বিদ্যুৎ রায়, সহকারী অধ্যাপক মঞ্জু বিশ্বাস, সহকারী অধ্যাপক মিজানুর রহমান, প্রভাষক আল মাহমুদ প্রমুখ।