নিজস্ব প্রতিনিধি : “শিশুর জন্য বিনিয়োগ করি,ভবিষ্যতের বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্য সামনে রেখে সোমবার (৯ অক্টোবর) সকালে শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে বে-সরকারী উন্নয়ন সংস্থা উত্তরণের বাস্তবায়নে শিশু অধিকার সপ্তাহ-২০২৩ উপলক্ষে র্যালি,আলোচনা সভা,স্মারকলিপি প্রদান এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উত্তরণের বাস্তবায়নে ও দাতা সংস্থা এডুকো’র আর্থিক সহায়তায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। উত্তরণের প্রজেক্ট ম্যানেজার নাজমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাইদ উজ জামান সাইদ।
আরও উপস্থিত ছিলেন উপজেলা এনজিও পরিষদের সমন্বয়কারী গাজী আল ইমরান,ফ্রেন্ডশিপের এ কে এম সাখাওয়াত হোসেন, ইসলামিক রিলিফ ইন্টান্যাশনালের মোঃ জাহিদুল ইসলামসহ বুড়িগোয়ালিনি,গাবুরা,মুন্সিগঞ্জ ও কাশিমাড়ী ব্রিজ স্কুলের শিক্ষার্থী, কমিউনিটি শিশু সুরক্ষা কমিটির সদস্য, অভিভাবক, কর্মমালিক, শিক্ষক ও উত্তরণের টেকনিক্যাল অফিসারগণ। অনুষ্ঠানের শুরুতেই সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
এছাড়া পুরষ্কার বিতরণী শেষে শিশুশ্রমের নীতিসমূহ বাস্তবায়নের দাবীতে সমমনা সংগঠনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।
এদিকে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে ৩ থেকে ৭ অক্টোবর পর্যন্ত চারটি ব্রিজ স্কুলে শিশুদের ফুটবল টুর্নামেন্টসহ বিভিন্ন ধরনের খেলাধুলা, কুইজ এবং শিশু, অভিভাবক, কর্মমালিক ও কমিউনিটি শিশু সুরক্ষা কমিটির সদস্যদের সাথে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে সভাপতি শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন বলেন, শিশুদের ভবিষ্যৎ রক্ষার জন্য তাদের শিক্ষাসহ সকল মৌলিক অধিকার রক্ষার জন্য আমাদের সকলকে সচেষ্ট থাকতে হবে।