সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নারী নেত্রীবৃন্দ আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে ম্যান্ডেট দেওয়ার আহবান আহবান জানিয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকাল ৪টায় সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের জোড়দিয়া গ্রামে অনুষ্ঠিত নারী সমাবেশে এ আহবান জানানো হয়।
নারী সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মোনায়েম হোসেন। সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদক শিমুন শামস, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, সাংস্কৃতিক সম্পাদক শামীমা পারভীন রতœা, সদস্য নাজমুন আসিফ মুন্নি, ইসমত আরা, নারী নেত্রী মেহেরুন্নেছা, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি স্যামুয়েল ফেরদৌস পলাশ, সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ মশিউর রহমান, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আফিকুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ নেতা শেখ রোমিমুল ইসলাম, আট নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মনসুর আলী, ছাত্রলীগ নেতা শেখ তৌফিকুজ্জামান তন্ময়, মহিমুল ইসলাম ইমনসহ নেত্রীবৃন্দ।
নারী সমাবেশ পরিচালনা করেন ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ আজমির হোসেন বাবু। নারী সমাবেশের বক্তারা সারাদেশে আওয়ামী লীগ সরকারের আমলে উন্নয়নের বর্ণনা দিয়ে বলেন, গাছ কেটে, রাস্তা বন্ধ করে, গাড়ীতে অগ্নিসংযোগ করে, মানুষ হত্যার মাধ্যমে যারা বাংলাদেশের উন্নয়নের চাকা স্তব্দ করে দিতে চেয়েছিল তারা আজ আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে।
এখন তারা বিদেশি শক্তিকে ডেকে এনে তাদের হাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুলে দিতে চায়। আওয়ামী লীগের কর্মীরা জীবন দিয়ে হলেও তাদের সেই অপচেষ্টা প্রতিহত করবে উল্লেখ করে নেত্রীবৃন্দ নারীদেরকে আওয়ামী লীগের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। প্রেসবিজ্ঞপ্তি