নিজস্ব প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও নৌকা প্রতীক বিজয়ের লক্ষ্যে নৌকার প্রতীকে ভোট চেয়ে সরকারের উন্নয়নমূলক লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আগামী জাতীয় নির্বাচনে সাতক্ষীরা-০২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আসাদুজ্জামান বাবু ।
১২ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১২টায় সাতক্ষীরা জজ কোটে শত শত নেতাকর্মীদের নিয়েআওয়ামী লীগ সরকারের দেশব্যাপী উন্নয়ন ও সাফল্য ও সাতক্ষীরা সদরের উন্নয়নমূলক কর্মকাÐ সম্মিলিত লিফলেট বিতরণের মাধ্যমে নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী, সহ-সভাপতি সামিউল ফেরদাউস পলাশ, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক গনেশ চন্দ্র মন্ডল, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, পৌর আ’লীগের যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশি, জেলাকৃষকলীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান জুয়েল, আ’লীগ নেতা আমজাদ হোসেন লাভলু, যুবলীগ নেতা আল আমিনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।