আশেকুজ্জামান খান : নবজীবন অডিটরিয়ামে নবজীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান সভাপতিত্বে ১৮অক্টোবর ২০২৩ নব জীবন কর্তৃক শেখ রাসেল দিবস উদ্যাপন করা হয়।
“শেখ রাসেল, নির্মল তার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক”প্রতিপাদ্য’কে সামনে রেখে আলোচনা ও দোয়া অনুষ্ঠান সকাল ১০টায় নবজীবন প্রাঙ্গনে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মনোয়ারুল ইসলাম মন্টু।
তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে দেশী বিদেশী চক্রান্তে পরিবারের সদস্যদের সাথে শেখ রাসেলকে হত্যা করা হয়। আজ ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিন। এই জন্মদিনকে স্মরণীয় কওে রাখার জন্য প্রতি বছর১৮ অক্টোবর শেখ রাসেল দিবস হিসাবে পালিত হচ্ছে। তিনি আরো বলেন, সকলকে বাংলাদেশের ইতিহাস জানার চেষ্টা করতে হবে। শেখ রাসেলের স্মৃতিরপ্রতি সম্মান জানিয়ে আসুন আমরা শিশুদের জন্য সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়েতুলি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ জেনারেশন স্কুল ট্রেনারমি ইয়েয়ান সচিত্রা ও নিউ জেনারেশন স্কুল মেন্টরমিস. চুনলেসিএথ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নব জীবন এর এইচ আর এন্ড এ্যাডমিন অফিসার ফারুক আহম্মেদ সজীব, হেড একাউন্টস অফিসার সরদার আল মাসুম সহ শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ এবং নব জীবনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। আলোচনা অনুষ্ঠান শেষে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন নবজীবন ইনষ্টিটিউটের সহকারী শিক্ষক কাজী মফিজুল হক। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন নবজীবন ইন্সটিটিউটের সহকারী শিক্ষক শেখ মফিজুররহমান।