শুক্রবার , ২০ অক্টোবর ২০২৩ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আ.লীগ সরকারের বিকল্প নেই – আসাদুজ্জামান বাবু

প্রতিবেদক
satkhirar sakal
অক্টোবর ২০, ২০২৩ ১১:২৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু বলেছেন, সারাদেশের মত সাতক্ষীরাতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অভ‚তপূর্ব উন্নয়ন হয়েছে।

চলমান এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার সরকারের কোন বিকল্প নেই। (২০ অক্টোবর) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়ন পরিষদ চত্ত¡রে উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এসময় আসাদুজ্জামান বাবু বলেন, দেশে ইতোমধ্যে পদ্মাসেতু, মেট্রোরেলসহ বিভিন্ন মেগা প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এই বছরে আরও মেগা প্রকল্পের উদ্বোধন হবে। তাছাড়া, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করেছেন। দেশের মানুষকে শান্তিতে রাখতে তিনি বদ্ধ পরিকর। সেজন্য তিনি কোন ভাবেই স্বাধীনতা বিরোধীদের কাছে দেশের মানুষকে তুলে দিতে চান না।

অতীতে কোন সময় ওই সমস্ত স্বাধীনতা বিরোধীদের কাছে মানুষ নিরাপদ ছিল না আর কোনদিন নিরাপদ থাকতেও পারবে না। এজন্য সাধারণ জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিহত করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান তিনি। এর আগে ভোমরা ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আলিমউদ্দীন সরদারের সভাপতিত্বে ও সদর থানা আ’লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আব্দুল হালিমের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আ’লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ-সম্পাদক শাহ্জাহান আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, জেলা কৃষকলীগের সাধারণ-সম্পাদক সামছুজ্জামান জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সেচ্ছাসেবকলীগের ওহেদুজ্জামান টিটু প্রমুখ।

এসময় বক্তারা উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। এ উদ্যোগের আওতায় একটি সুশৃঙ্খল ক্যাম্পেইন টিমের মাধ্যমে ঘরে ঘরে প্রত্যেক ভোটারের কাছে নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়া হবে।

আর সেই লক্ষে দলীয় নেতাকর্মীদের কাজ করার আহব্বান জানান। এসময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী সদর উপজেলা আসাদুজ্জামান বাবুকে সমর্থন জানিয়ে ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা বলেন, টানা তিন মেয়াদে রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামীলীগ। তারপরেও এ আসনের নেতাকর্মীরা একপ্রকার বঞ্চিত। আমরা আশা করি নেত্রী তৃণমূলের নেতাকর্মীদের কথা মূল্যায়ণ ও তাদের দাবির প্রেক্ষিতে সৎ, যোগ্য ও কর্মীবান্ধব নেতা আসাদুজ্জামান বাবুকে দলীয় মনোনয়ন দিবেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

শ্যামনগরে কাঁচাবাজার মনিটরিং করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

আকাশে উদ্ভুদ আলোকরশ্মি, জনমনে কৌতুহল

ভালুকা চাঁদপুরে পোল্ট্রি পালন খামারিদের প্রশিক্ষণ কর্মশালা

খুলনায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিসভা

ধুলিহর আদর্শ মাধ্য. বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম স্বপদে বহাল থেকে দায়িত্ব গ্রহণ

দেশের অগ্রযাত্রায় নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : প্রতিমন্ত্রী স্বপন ভট্রাচার্য্য

সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান বাবু’র গণসংযোগ

দেবহাটায় দরিদ্র বিমোচন দিবস পালিত

গৃহহীনতার অভিশাপ দূর করতে বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

পৌরসভার ৬নং ওয়ার্ডে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ