নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডের ইটাগাছা পশ্চিমপাড়ায় সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১ অক্টোবর) সকাল ৯টায় এ রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান।
সাতক্ষীরা পৌরসভার অর্থায়নে ইটাগাছা পশ্চিমপাড়ায় ঠিকাদার মো. গোলাম আজমের বাড়ির সামনে হতে ইসরাফীল গাজীর বাড়ির সামনে পর্যন্ত ২ লক্ষ ৮৫ হাজার টাকা ব্যয়ে ৪৪৮ ফুট এ রাস্তা নির্মাণ করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, পৌর সভার সহকারী প্রকৌশলী কামরুল আখতার তপু, এসও সাগর দেবনাথ, ৭নং ওয়ার্ড আ.লীগের কার্যকরী সদস্য আবুল কালাম, ইসরাফীল গাজী, মো. রাজিবুল হাসান বাবু, মো. রমজান আলী, নির্মাণ কাজের ঠিকাদার ইমান আলীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, দীর্ঘদিনের অবহেলিত এ রাস্তাটি নির্মাণের ফলে এলাকার সাধারণ মানুষের চলাচলের দুর্ভোগ লাঘব হবে। এজন্য এলাকাবাসী পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালুসহ পৌর কর্তৃপক্ষকে সাধুবাদ জানান।