দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সফলতা সাধারণ ভোটারদের সামনে তুলে ধরার আহŸান জানিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু।
সোমবার (২৩ অক্টোবর) বিকালে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদে জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে এ মতবিনিময় করেন তিনি। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সাংবাদিক বেলাল হোসাইন, আকরামুল ইসলাম, মীর মোস্তফা আলী, আলতাফ বাবু, রাহাত রাজা, আসাদুজ্জামান মধু, আব্দুর রহমান, জাহিদ হোসাইন, গাজী ফারহাদ, সেলিম হোসেন, মাসুদ আলী, শহিদুজ্জামান শিমুল, কামরুল ইসলাম, ফিরোজ হোসেন, হোসেন আলী, একরামুজ্জাম জনি, জাহাঙ্গীর হোসেনসহ আরও অনেকে। এসময় সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু ২৬ তারিখের স্মরণীয় মোটরসাইকেল শোভাযাত্রার সংবাদ সংগ্রহ এবং সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড প্রচারে গণমাধ্যম কর্মীদেরদৃষ্টি আকর্ষণ করেন।(প্রেসবিজ্ঞপ্তি)