আশাশুনি প্রতিনিধিঃ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মহা নবমীতে আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বিলবকচর খালে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান দিপংকর বাছাড় দিপুর সভাপতিত্বে উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালের মাধ্যমে বক্তব্য রাখেন ও নৌকা বাইচ প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন সাতক্ষীরা-০৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আফম রুহুল হক ।
সোমবার (২৩ অক্টোবর)বিকালে পুইজ্বালা উত্তর বিল বকচর সার্বজনীন দূর্গা মন্দির কমিটির আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আলাউদ্দিন লাকী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুকুল হোসেন, পূজা উদযাপন কমিটির সভাপতি বারিন সরদার, সাধারণ সম্পাদক সঞ্জয় মন্ডল কোষাধ্যক্ষ জয়দেব বাছাড়,ইউপি সদস্য আবু হাসান, মহিলা মেম্বার শাহানাজ পারভীন। এছাড়া শাহানুজ্জামান পলাশ, ছাত্রলীগ সভাপতি রাসেল হোসেন, সাধারণ সম্পাদক মেহরাব হোসেন অফি, কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী দলকে পুরস্কার তুলে দেন উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতার সভাপতি ইউপি চেয়ারম্যান দিপংকর বাছাড় দিপু । এ নৌকা বাইচ প্রতিযোগিতায় চারটি দল অংশগ্রহণ করে। যার মধ্যে প্রথম স্থান অধিকার করেন উত্তর পুইজ্বালা নৌকা বাইচ দল এবং দ্বিতীয় স্থান অধিকার করেন পুইজ্বালা নৌকা বাইচ দল।এসময় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।