বাবলা আহমেদ, কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জ সদরে অবস্থিত ৯নং মথুরেশপুর ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৪ (অক্টোবর ) বিকাল ৪টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিমের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্যগণ, গ্রাম পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।
প্রবল ঘূুর্ণিঝড় “হামুন” উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। পায়রা ও চট্টগ্রাম সমুদ্র বন্দরসমুহকে ৭ নং বিপদ সংকেত; কক্সবাজার সমুদ্র বন্দরকে ৬ নং বিপদ সংকেত এবং মোংলা সমুদ্র বন্দরকে ৫ নং বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, এজন্য দুর্যোগ পূর্ববর্তী এবং পরবর্তী সকল বিষয়ে করণীয় নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম।