দেবহাটা ব্যুরো : জাতীয় সাংষ্কৃতিক পার্টি কেন্দ্রীয় কমিটির মহাসচিব সাতক্ষীরা-৩ আসনে জাতীয় পার্টি কর্তৃক এমপি পদপ্রার্থী তরুন সমাজসেবক মোঃ তৌহিদুর রহমান খান বলেন, উপজেলা পরিষদের রুপকার জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি,পল্লী বন্ধু আলহাজ¦ হুসেইন মুহাম্মদ এরশাদের সবচেয়ে বড় অবদান উপজেলা পরিষদ প্রবর্তন।
তিনি পল্লী এলাকার অবকাঠামো উন্নয়নে একযোগে ৪৬০টি উপজেলা পরিষদ স্থাপন করে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন, এরশাদের প্রবর্তন উপজেলা পরিষদে মুন্সেফ কোর্ট পুনরায় চালু করে প্রান্তীক মানুষের আস্থা সেবা নিশ্চিত করে জনগুরুত্বপূর্ন ও বাস্তবসম্মত প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সোমবার ২৩অক্টোবর বিকাল ৪টায় দেবহাটা উপজেলার সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জাতীয় পার্টি দেবহাটা উপজেলা শাখার উদ্যোগে উপজেলা দিবসে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে জাতীয় পার্টি দেবহাটা উপজেলা শাখার সাধারন সম্পাদক সাংবাদিক রিয়াজুল ইসলামের পরিচালনায় এবং বিশিষ্ট সমাজ সেবক মোঃ কামালউদ্দীন মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, দেবহাটা প্রেসক্লাবের উপদেষ্ঠা সাংবাদিক আব্দুল ওহাব,সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আরিফুল ইসলাম, মিলন, আব্দুস সাত্তার, ইউনুস আলী, মন্টু, শাহিন,কামরুল,শফিকুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে আরোও বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে তিনি প্রথম জাতির শ্রেষ্ঠ সন্তান হিসাবে আখ্যায়িত করে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়, কল্যান ট্রাস্ট এবং সম্মানী ভাতা চালু করন, সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় উপাসনালয়, মসজিদ, মন্দির,গীর্জা,প্যাগাডো,মাদ্রাসা,পানি ও বিদ্যুৎ বিল ফ্রি সহ বিভিন্ন উন্নয়ন ও মহতি কার্যক্রম গ্রহন করেছিলেন।
তিনি আরোও বলেন, আশ্রয়হীনদের মাথা গোজার ঠায়ের জন্য গুচ্ছগ্রাম প্রতিষ্ঠা করেছিলেন। তার অবদানের কথা জাতি চিরদিন স্মরন রাখবে এবং আগামী দিনে অনুস্মরন করবে। অনুষ্ঠানে স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আব্দুস সাত্তার সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু এরশাদের বিদেহী আত্মার শান্তি এবং পল্লী মাতা রওশন এরশাদের স্থায়ী সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উক্ত অনুষ্ঠানে জাতীয় পার্টি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শত স্ফুর্ত ভাবে অংশ গ্রহন করেন।