মঙ্গলবার , ৩১ অক্টোবর ২০২৩ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

সাতক্ষীরায় হরতাল ও অবরোধে আনসার ও প্রশিক্ষিত ভিডিপি সদস্য মোতায়েন

প্রতিবেদক
satkhirar sakal
অক্টোবর ৩১, ২০২৩ ১১:৪৪ অপরাহ্ণ

শহর প্রতিনিধ : দেশব্যাপী হরতাল ও অবরোধ কর্মসূচিতে জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ ও দেশব্যাপী আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তার জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যাটালিয়ন সদস্যসহ সাধারণ আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।

৩০ আনসার ব্যাটালিয়নের পরিচালক এনামুল খাঁ জানান, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের সিদ্ধান্তক্রমে বাংলাদেশ আনসার ও ভিডিপি সদর দপ্তররের নির্দেশনায় ও খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী পরিকল্পনা অনুযায়ী খুলনা বিভাগের সকল জেলায় ব্যাটালিয়ন আনসার, সাধারন আনসার ও প্রশিক্ষিত ভিডিপি সদস্যদের হরতাল ও অবরোধ ঘোষিত সময়ে মোতায়েন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় ৩০ আনসার ব্যাটালিয়ন পুরাতন জমিদার বাড়ী, সাতক্ষীরা হতে বাগেরহাট জেলায় ৫৫ জন, সাতক্ষীরা জেলায় ৫৬ জন ও খুলনা জেলায় ৩২ জন ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

সংশ্লিষ্ট জেলায় মোতায়েনরত সাধারন আনসার ও প্রশিক্ষিত ভিডিপি সদস্যদের নিয়ে জেলার নির্বাচন অফিস, বাসস্ট্যান্ড, রেল-লাইন, সরকারী গুরুত্বপুর্ণ অফিস ও অন্যান্য গুরুত্বপুর্ণ পয়েন্টে সশস্ত্র নিরাপত্তার দায়িত্ব পালন করে যাচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ও নির্বিঘœ করা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ মোতায়েন কার্যক্রম অব্যাহত থাকবে।

জননিরাপত্তার লক্ষ্যে আনসার বাহিনীর আরও অধিক পরিমাণে সদস্য মোতায়েন করার পরিকল্পনা রয়েছে মর্মে নিশ্চিত হওয়া গেছে। এর আগে গত রবিবার হরতাল চলাকালে ৩০ আনসার ব্যাটালিয়ন হতে ১৫ জন বিভিন্ন পদবীর ব্যাটালিয়ন আনসার ও ১৫ জন সাধারণ আনসার সদস্যজেলা প্রশাসকের কার্যালয় ও সাতক্ষীরা আদালত প্রাঙ্গণে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হয়।

এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার সাতক্ষীরার সাথে সাক্ষাত করে আইন শৃঙ্খলার বিষয়ে আলোচনা করেন এবং মোতায়েনকৃত বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাতক্ষীরা জেলা কমান্ড্যান্ট মোরশেদা খানম বলেন,দেশব্যাপী হরতাল ও অবরোধ কর্মসূচিতে জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ ও দেশব্যাপী আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তার জন্য সাতক্ষীরার বিভিন্ন স্থানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য যে, সারা দেশে দশ হাজার সাধারণ আনসার ও ভিডিপি সদস্য এবং ৪২টি ব্যাটালিয়ন হতে প্রয়োজনীয় সংখ্যক ব্যাটালিয়ন আনসার সদস্য অবরোধ ও হরতালে নাশকতা রোধে জননিরাপত্তার দায়িত্ব পালন করে যাচ্ছেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

ঈদ উপলক্ষ্যে অসহায় ও দুস্থদের মাঝে কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালুর চাল বিতরণ

সাতক্ষীরায় রিমেলে ক্ষতিগ্রস্থ ট্রান্সজেন্ডারদের মর্যাদা সুরক্ষা উপকরণ বিতরণ

নওয়াবেঁকীতে পেরিভুক্ত জায়গায় গাছ কর্তন করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য পদে ৭ জন প্রার্থী : মাঠে আছে গোলাম রেজা ও দোলন

চাঞ্চল্যকর শিশু রাহি হত্যার আসামীর ফাঁসির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন

দেবহাটায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও জন প্রতিনিধিদের সাথে মতবিনিময় ও সম্প্রীতি সভা

সাতক্ষীরায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের গণঅনশন

সাতক্ষীরায় পদোন্নতি প্রাপ্ত ৩ জন পুলিশ কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ পরিধান

আশাশুনি থানার এএসআই কবির জেলার শ্রেষ্ঠ

তালার সিনিয়র সাংবাদিক আব্দুল জব্বারের ইন্তেকাল