দেবহাটা প্রতিনিধি : দেবহাটার প্রত্যন্ত জনপদ নওয়াপাড়া ইউনিয়নের কালাবাড়িয়া থেকে আটশতবিঘা পর্যন্ত ১ কিলোমিটার রাস্তাটি হেরিং বোন বন্ড (এইচবিবি) করণের উদ্যোগ নেয়া হয়েছে। জনদুর্ভোগ নিরসণে এ রাস্তাটি এইচবিবিকরণে সম্প্রতি ৭৯ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। রোববার এ প্রকল্পের বিপরীতে দাখিলকৃত দরপত্র সমূহের লটারী অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সর্বমোট ২১৭ টি ঠিকাদারি প্রতিষ্ঠান ও ব্যক্তির দাখিলকৃত দরপত্রের লটারী অনুষ্ঠিত হয়। লটারীতে শ্যামনগরের মেসার্স ইব্রাহিম এন্ড সন্স প্রথম, কালীগঞ্জের মেহেরুন ট্রেডার্স দ্বিতীয় এবং তালার দিপক চক্রবর্তীর দরপত্র তৃতীয় স্থান পেয়ে সড়কটি নির্মাণের জন্য মনোনীত হয়।
এসময় দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমান, দেবহাটা থানার ওসি বাবুল আক্তার, দেবহাটার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় মন্ডল সহ বিভিন্ন দপ্তরের অফিসার ও ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।