শনিবার , ২২ অক্টোবর ২০২২ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

বার বার নিষেধ করার পরেও সদরের কাসেমপুরে সরকারি রাস্তা দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

প্রতিবেদক
satkhirar sakal
অক্টোবর ২২, ২০২২ ৫:১৩ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা সদর উপজেলার আদরদাড়ী ইউনিয়নের কাসেমপুর কলোনীপাড়া সংলগ্ন সরকারি রাস্তার উপর পাকা ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে কাসেমপুর গ্রামের মৃত আলি হোসেনের ছেলে বাদশার বিরুদ্ধে।

সরজমিনে গিয়ে দেখা যায়, সরকারি রাস্তা দখল করে পাকাবাড়ি নির্মাণ করছেন কাসেমপুর এলাকার বাদশা। সরকারি রাস্তার উপরে বাড়ি নির্মাণ না করার জন্য এলাকাবাসী নিষেধ করলে ও তাদের নিষেধ উপেক্ষা করে সম্পূর্ণ গায়ের জোরে রাস্তায় উপরেই বাড়ি নির্মাণ করা হচ্ছে।

এলাকাবাসী আরো জানান, এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েকশত ভ্যান, পিকআপ ও মিনি ট্রাক চলাচল করে। কিন্তু রাস্তা দখল করে বাড়ি নির্মাণের কাজ অব্যাহত রাখার কারণে এই রাস্তা দিয়ে উক্ত যানবাহন গুলো আর চলতে পারছে না। কারণ হিসাবে দেখা যায় রাস্তা দখল করে বাড়ি নির্মাণের ফলে এখানে রাস্তাটির প্রস্থ অনেক কমে গেছে। এলাকার সচেতন মহল গত কয়েক দিন আগে বিষয় টি ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা কে জানালে তিনি নিজে এসে বাদশার বাড়ি নির্মাণের কাজ বন্ধ করে দেন। এই কর্মকর্তা চলে যাওয়ার পর পরই সে পুনরায় বাড়ি নির্মাণের কাজ শুরু করে।

এবিষয়ে আদরদাড়ী ইউনিয়নের ভূমি অফিসের কর্মকর্তার সাথে কথা বললে তিনি এই প্রতিবেদক কে জানান, আমি স্থানীয় সূত্রে জানতে পারি ৯৩ নং কাসেমপুর মৌজার ১ নং খতিয়ান ভুক্ত কাসেমপুর কলোনীপাড়া সংলগ্ন সরকারি রাস্তা দখল করে বাদশা নামে কেউ পাকা বাড়ি নির্মাণ করছে। আমি খবরটা জানার সাথে সাথে ঘটনা স্থলে গিয়ে সত্যতা পেয়ে কাজ বন্ধ করে দেই এবং পরবর্তীতে কাজ না করার জন্য বলে আসি।

ভূমি কর্মকর্তার নিষেধ কে অমান্য করে বাদশা যখন পুনরায় বাড়ি নির্মাণের কাজ শুরু করে তখন এলাকাবাসী গণ স্বাক্ষর করে সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি বরাবর ১০ অক্টোবর ২২ তারিখ একটা লিখিত অভিযোগ দায়ের করেন। এলাকাবাসীর করা অভিযোগের ভিত্তিতে সদর উপজেলা ভূমি অফিস থেকে তদন্ত পুর্বক আবারও বাড়ি নির্মাণ কাজ বন্ধ করে দেন।

সব বাধা নিষেধ কে উপেক্ষা করে সে যখন সম্পূর্ণ গায়ের জোরে তার বাড়ি নির্মাণ কাজ অব্যাহত রেখেছে এমন খবর পেয়ে ভূমি অফিসের কর্মকর্তা গত ১৮ অক্টোবর ২২ তারিখ ঘটনা স্থলে আসলে দখলদার বাদশা তার সাথে খুব খারাপ আচরণ করে তখন এই কর্মকর্তা মুঠোফোনের মাধ্যমে বিষয়টি তার উর্দ্ধতন কর্তৃপক্ষ কে জানালে ঐ দিন বিকাল আনুমানিক সাড়ে চারটার দিকে এক জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে কাজ বন্ধ করে দিয়ে যান। অদ্যবদী বাড়ি নির্মাণের কাজ বন্ধ থাকলেও যে কোন সময় সে আবার ও বাড়ি নির্মাণ কাজ শুরু করতে পারে এমন আশঙ্কায় আছে এলাকাবাসী। পুনরায় যাতে বাদশা প্রভাব খাটিয়ে সরকারি রাস্তার উপর বাড়ি নির্মাণের কাজ শেষ করতে না পারে তার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি রাখার আহŸান জানিয়েছেন এলাকার সচেতন মহল।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত