দেবহাটা প্রতিনিধি : দেবহাটার চাঁদপুর বহুমূখি সমবায় সমিতির লিমিটেডের উদ্যোগে গ্রামের অসহায়, দুস্থ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সেবা প্রদান করা হয়েছে। শনিবার চাঁদপুর গ্রামের মাদার ঘোষের বাড়িতে চাঁদপুর বহুমূখি সমবায় সমিতির লিঃ সার্বিক ব্যবস্থাপনায় নলতার স্বপ্ন পুরণ ডিজিটাল ডায়াগনিস্ট সেন্টার এন্ড হাসপাতালের সহযোগীতায় এ চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এতে রুগি দেখেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মারুফ হাসান, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাঃ মৌসুমি আক্তার মৌ, ডাক্তার ইয়াসিন আলী, ডাক্তার আল-মামুন। দিনব্যাপী এ ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর বহুমূখি সমবায় সমিতির লিঃ সভাপতি রবিন্দ্র নাথ ঘোষ, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, ম্যানেজার শেখ মনিরুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য যে, ইতোপূর্বে চাঁদপুর বহুমূখি সমবায় সমিতির লিমিটেডের পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান, করোনা কালীন খাদ্য ও সুরক্ষা সামগ্রী সহায়তা, শিক্ষা উপকরণ সহ নানামূখি সেবা সহায়তা প্রদান চলমান রয়েছে।