বুধবার , ১৫ নভেম্বর ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

অপশক্তি সাংবিধানিক প্রক্রিয়ার নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবেনা- ডা. রুহুল হক এমপি

প্রতিবেদক
satkhirar sakal
নভেম্বর ১৫, ২০২৩ ১১:৫৫ অপরাহ্ণ

দেবহাটা প্রতিনিধি: বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-০৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক বলেছেন, ‘সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করেই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন।

যারা বাংলাদেশের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে চায়, দেশকে পিছনে ঠেলে দিতে যায়, যারা দেশের সাধারণ জনগণের কল্যাণে ইর্শান্বিত হয়; তেমন কোন অপশক্তিই সাংবিধানিক প্রক্রিয়ার এ নির্বাচনকে বাঁধাগ্রস্ত করতে পারবেনা।’ আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ধার্য করে বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন তফসিল ঘোষনার পর নলতা ও পারুলিয়ায় আনন্দ মিছিলে যোগ দিয়ে পরবর্তী পথসভায় বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ডা. রুহুল হক এমপি তার বক্তৃতায় আরও বলেন, খুলনা বিভাগীয় সমাবেশে দক্ষিণাঞ্চলের আপামর মানুষ যেভাবে জননেত্রী শেখ হাসিনাকে বরণ করে নিয়েছে, তাতেই অনুধাবন করা যায় দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষ বাংলাদেশ আ’লীগের পাশে আছে। বিগত নির্বাচন গুলোতে আপনারা যেভাবে নৌকা প্রতিকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী এবং চলমান উন্নয়ন ও অগ্রযাত্রায় সারথী হয়েছিলেন, আগামী নির্বাচনের ঠিক তেমনিভাবে নৌকা প্রতিকে ভোট দিয়ে উন্নয়নের এ ধারাকে অব্যহত রাখবেন।

আমার কাছে সাতক্ষীরাবাসীর যে প্রত্যাশা ছিল ইতোমধ্যেই তার বেশিরভাগ পূরণ করেছি। আগামীতে যদি জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকার মাঝি করে আপনাদের মাঝে পাঠায়, আর আপনারা যদি আবারও আমাকে জয়যুক্ত করে নেত্রীর হাতে তুলে দেন তাহলে দেবহাটা-আশাশুনি ও কালীগঞ্জের অসম্পূর্ন উন্নয়ন প্রকল্প গুলো বাস্তবায়নসহ সাতক্ষীরাকে আরও আধুনিকায়ন করবো।

প্রথমে নলতায় ডা. রুহুল হক এমপির নেতৃত্বে বের হওয়া আনন্দ মিছিলটি প্রধান সড়ক সমুহ প্রদক্ষিণ করে এসময় ¯েøাগানে ¯েøাগানে মুখরিত হয়ে ওঠে নলতা সহ আশপাশের এলাকা। এতে নলতা ইউনিয়ন আ’লীগের সভাপতি আনিসুজ্জামান খোকন, সহ-সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড়, কালীগঞ্জ উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, জেলা যুবলীগের সদস্য সাইফুল ইসলামসহ কয়েক’শ নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে পারুলিয়ায় দেবহাটা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি’র নেতৃত্বে আনন্দ মিছিল বের করেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা।

মিছিলটি প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে শহীদ আবু রায়হান চত্বরে ফিরে পথসভায় মিলিত হয়। সেখানেও বক্তব্য রাখেন অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি।এসময় উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী মোল্যা, মনিরুল ইসলাম মনি ও আসাদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য রবিউল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব আব্দুল্যাহ হীম, কেবিএ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাহি সহ আ’লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

রমজাননগর ইউনিয়ন আ’লীগের বিশেষ বর্ধিত সভা

খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত

মনোহরপুরে পানিবন্দী পরিবারে জরুরী খাদ্য সামগ্রী বিতরণ

খুলনা-৪ আসনে নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগ দারার

তালায় বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের সভা অনুষ্ঠিত

নুরনগর এম আর ইংলিশ কেয়ার কোচিং সেন্টারে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

নাগরিক নেতা এডভোকেট আব্দুর রহিমের ১১তম মৃত্যু বার্ষিকী আজ

ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে বাল্যবিবাহ ও যৌতুক প্রথা প্রতিরোধ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা

শ্যামনগরে আ.লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শ্যামনগরে পাম্পে তেল কম দেওয়ায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা