শুক্রবার , ১৭ নভেম্বর ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

বেনাপোল থেকে অপহৃত সুমন হত্যার ঘটনায় ঢাকা থেকে আটক ৩

প্রতিবেদক
satkhirar sakal
নভেম্বর ১৭, ২০২৩ ১১:২৩ অপরাহ্ণ

যশোর অফিস : যশোরের বেনাপোল থেকে অপহৃত সুমন হত্যার ঘটনায় ঢাকা থেকে একটি মাইক্রোসহ তিন জনকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশ। গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর )রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা থানার শাখারী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত ৩জনকে ব্যবহৃত মাইক্রোবাসসহ আটক করা হয়।

যশোর জেলা পুলিশের পক্ষ থেকে যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, যশোর ডিবি পুলিশের এসআই মুরাদ হোসেনের নেতৃত্বে এসআই মফিজুল ইসলাম ও এসআই শামীম হোসেন এর সমন্বয়ে একটি অভিযানে কুমিল্লা জেলার চান্দিনা থানার আলিকামুড়া গ্রামের সুনিল চন্দ্র দাসের ছেলে ও ঢাকার শাখারীবাজার এলাকার ডালিম কুমার দাস(৩৩) ও দেবিদার থানার রসুলপুর গ্রামের ঠাকুরদাস নিয়োগির ছেলে ও ঢাকার শাখারী বাজারের বাসিন্দা অঞ্জন (৪৯) ও পটুয়াখালী জেলার দশমিনা থানার বাঁশবাড়িয়া গ্রামের দৌলত মুন্সির ছেলে ও ঢাকার ফকিরাপুলের আবুল মিয়ার বাড়ির ভাড়াটিয়া রিয়াজ(৩৮) আটক করা হয়।

যশোর ডিবি পুলিশ আরো জানায়, গত ১১ নভেম্বর স্বর্ণ চোরাকারবারী চক্রের কামাল গং কর্তৃক যশোরের বেনাপোল থেকে টেংরালী গ্রামের ওসমান গনির ছেলে ওমর ফারুক ওরফে সুমন (২৬) কে অপহরণ করে হত্যা করে। ঘটনাস্থলের আশে পাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও আসামীদের মোবাইল তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, স্বর্ণ চোরাকারবারীদের ২৫টি বার অনুমান ৩ কেজি স্বর্ণ খোয়া যাওয়ায় স্বর্ণ চোরাকারবারী চক্রের কামালগং ভিকটিম সুমনকে সন্দেহজনক আটক করে মারধর করে স্বর্ণ না পেয়ে তাকে হত্যা করে লাশ মাগুরা জেলার সদর উপজেলার রামনগর গ্রামের এলাকায় ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাশে ঝোপের মধ্যে ফেলে দেয়। এর আগে গত ১৬ নভেম্বর দুপুর ১২টার দিকে, মাগুরা জেলার রামনগর গ্রামে থেকে ভিকটিম সুমনের মৃতদেহ উদ্ধার করা বেনাপোল ও মাগুরা পুলিশের যৌথ উদ্যোগে।

সর্বশেষ - সাতক্ষীরা সদর