নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে দুটি মাধ্যমিক স্কুলের শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সরোয়ার হোসেন। স্কুল দুটি হলো-ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও সাতক্ষীরা ডিবি ইউনাইটেড হাইস্কুল।
বুধবার (২২ নভেম্বর) সকালে তিনি ওই স্কুল দুটিতে গিয়ে সার্বিক খোঁজ খবর নেন। ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ও ভাষা ল্যাব, শেখ রাসেল স্কুল অব ফিউচার এবং রোবটিক্স কর্নার পরিদর্শন কালে তিনি শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দক্ষ মানব সম্পদে পরিণত হওয়ার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: এমাদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল, শিক্ষক প্রতিনিধি মো. নজিবুল ইসলাম, এসএম শহীদুল ইসলাম, শামীমা আক্তার, আজহারুল ইসলাম, হাফিজুল ইসলাম, অরুণ কুমার মন্ডলসহ সকল শিক্ষক-কর্মচারী। এদিকে ডিবি ইউনাইটেড হাইস্কুল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুলসহ সকল শিক্ষক-কর্মচারী।