ফজলুল হক, কালিগঞ্জ : কালিগঞ্জে বসতভিটা জবরদখলের উদ্দেশ্যে ব্যাপক হামলা ও লুটপাট চালিয়েছে প্রতিপক্ষরা। এসময় সন্ত্রাসী কায়দায় চারটি বসতঘর ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের আগেই তাদের হামলায় আহত হয়েছেন দুই গৃহবধূসহ চারজন। ঘটনাটি ঘটেছে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী গ্রামে।
থানায় দায়েরকৃত অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুদলী গ্রামের মৃত শেখ জহুর আলীর ছেলে শেখ আবু রায়হান আলীর (৬০)’র সাথে একই গ্রামের মৃত শেখ মাহতাব উদ্দীনের ছেলে শেখ আব্দুর রব (৫৫), শেখ মাহাবুব (৪০), শেখ রফিকুল গং এর দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে বিরোধ চলছে। এঘটনাকে কেন্দ্র করে ইতোপূর্বে হামলা ও ক্ষয়ক্ষতি করলে গত ১২/০৬/২২ তারিখে শেখ আবু রায়হান আলী কালিগঞ্জ থানায় একটি মামলা (১৮/১৬৯)) দায়ের কারেন যার অভিযোগপত্র নং-১৭০।
উক্ত ঘটনাটি বর্তমানে আদালতে বিচারাধীন আছে। এর জের ধরে গত ২২/১০/২০২২ তারিখে শেখ আব্দুর রবের নেতৃত্বে ৩০/৩৫ জনের একটি বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শেখ আবু রায়হান আলীর বসতভিটায় পুনরায় হামলা চালিয়ে চারটি ঘর ভেঙে গুড়িয়ে দেয়। তারা ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট শুরু করে। এসময় শেখ আবু রায়হান আলী সন্ত্রাসী বাহিনীকে বাধা দিলে তারা তাকে ব্যাপক মারপিট করে।
শেখ আবু রায়হান আলীকে হামলা থেকে রক্ষা করতে এগিয়ে এলে স্ত্রী আমেনা খাতুন (৪৮), ছেলে আব্দুল্লাহ আল মামুন (৩২) ও ভাবী সাজিদা খাতুনকে বেধড়ক মারপিট ও লাঞ্ছিত করে। তারা ঘরের ভিতরে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিসপত্র লুটপাট করে। একপর্যায়ে প্রতিপক্ষরা আমেনা খাতুন ও আব্দুল্যাহ আল মামুনকে জোরপূর্বক তুলে নিয়ে শেখ মাহবুব আলীর বাড়িতে নিয়ে গাছের সাথে দড়ি দিয়ে বেধে রাখে।
অসহায় ওই পরিবারটিকে রক্ষার জন্য শেখ আবু রায়হান আলীর বড় ভাই আব্দুর রহমান জরুরি পুলিশি সাহায্য পেতে ৯৯৯ নম্বরে ফোন করলে কালিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে দড়ি দিয়ে বাধা অবস্থা থেকে আমেনা খাতুন ও আব্দুল্যাহ আল মামুনকে মুক্ত করে এবং তাৎক্ষণিকভাবে পুলিশ পিকআপে করে গুরুতর জখম অবস্থায় শেখ আবু রায়হান আলী, আমেনা খাতুন, আব্দুল আল মামুন ও সাজিদা খাতুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন আছেন। এঘটনায় শেখ আবু রায়হান আলী বাদী হয়ে শেখ আব্দুর রবসহ ১৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৫/২০ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।