কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে প্রতিবন্ধী ও প্রান্তিক কৃষকদের মাঝে শীতবস্ত্র ও বীজ বিতরণ করা হয়েছে। কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুরে প্রতিবন্ধী ও প্রান্তিক কৃষকদের মাঝে শীতবস্ত্র ও বীজ বিতরণ এবং সিটি ব্যাংক এজেন্ট শাখা উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) কালিকাপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতি লি: এর আয়োজনে বিকাল ৪ টায় সমিতির চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কম্বল ও বীজ বিতরণ করা হয়েছে। প্রতিষ্ঠানটির কার্যালয় সংলগ্ন মাঠে আয়োজিত বার্ষিক সাধারণ সভার অনুষ্ঠানে আব্দুল হাকিমের সভাপতিত্বে, ফারুক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মণ্টু,সমবায় পরিদর্শক রামেন্দু বাছাড়,সিটি ব্যাংকের এরিয়া ম্যানেজার জাফর ইকবল।
উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূর আহম্মেদ সুরুজ, ইউপি সদস্য নূর হোসেন। এছাড়া সমিতির কর্মকর্তা,কর্মচারী ও গ্রাহকগণ উপস্থিত ছিলেন। প্রতিবন্ধী কৃষকদের মাঝে কম্বল ও প্রান্তিক কৃষকদের বীজ বিতরণ শেষে। আমন্ত্রিত অতিথিদের মাধ্যমে সিটি ব্যাংক কালিকাপুর এজেন্ট শাখার উদ্বোধন করা হয় এবং সকাল ১০ টা থেকে অনুষ্ঠানস্থলে সিটি ব্যাংক এজেন্ট শাখার উদ্বোধন উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও দিন ব্যাপি ফ্রি একাউন্ট ক্যাম্পেইন করা হয়েছে।