নিজস্ব প্রতিনিধি : আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-০২ আসনে প্রথম বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতিকের প্রার্থী মনোনীত হয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা পরিষদে বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু।
সাতক্ষীরা-০২ আসনে আলহাজ্ব আসাদুজ্জামান বাবুকে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতজ্ঞা ও আসাদুজ্জামান বাবু কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শহরের খুলনা রোড মোড়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা পৌর ০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে রবিবার সন্ধায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এম আর পরিবহনের চেয়ারম্যান মোঃ নুরুল হকের নেতৃত্বে খুলনা রোড মোড়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে আওয়ামী লীগ নেতা নুরুল হকের নিজস্ব কার্যালয়ে মিষ্টি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনছারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবু, ৯নং ওয়ার্ড আওয়ামী লেগের সেনিয়র সহ সভাপতি সুবোল কুমার বিশ্বাস, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, আ’লীগ নেতা তৈবুর রহমান, মনজুরুল আলম, হাসানুজ্জামান, হাবিবুল শাহিন, সুজন, সুভাষ রায় প্রমুখ।