কালিগঞ্জ প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৮ শ্যামনগর ও কালিগঞ্জ (আংশিক) সাতক্ষীরা (৪)জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হলেন কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুর রহমান।
ঢাকার বনানী কার্যালয় জাতীয় পার্টির অফিস থেকে পার্টির মহাসচিব ও শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু সোমবার (২৭ নভেম্বর) বিকেলে দলীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেছেন। দলীয় প্রার্থীর নাম ঘোষণার পর কালিগঞ্জ উপজেলায় সোমবার সন্ধ্যায় পার্টির কেন্দ্র কমিটির মহিলা সদস্য ও ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আনছার আলী, সাংগঠনিক সম্পাদক শেখ সাদেকুর রহমান, সাবেক ইউপি সদস্য সদস্য নাসির উদ্দিন, সাবেক ইউপি সদস্য ফজলুর রহমান, জাতীয় ছাত্র সমাজের সভাপতি নুর ইসলাম বাবু অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শ্যামনগর ও কালিগঞ্জ সাতক্ষীরা ৪ আসনের মনোনীত প্রার্থী মাহবুবুর রহমানকে প্রাণঢালা অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।