সোমবার , ২৪ অক্টোবর ২০২২ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

সাতক্ষীরার নদ-নদীতে জোয়ারের পানি বৃদ্ধি, আতঙ্কে উপকূলবাসী : ২৫০টির অধিক আশ্রয় কেন্দ্র প্রস্তুত

প্রতিবেদক
satkhirar sakal
অক্টোবর ২৪, ২০২২ ৫:৩৯ অপরাহ্ণ

আলতাফ হোসেন বাবু : ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে  উপকূলীয় জেলা সাতক্ষীরায় সোমবার (২৪ অক্টোবর) ভোররাত থেকে হালকা ও মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। বিরামহীন বৃষ্টি আর ঝড়ের সময় এগিয়ে আসায় উপকূলবাসীর মধ্যে উদ্বেগ বেড়েছে। উপকূলীয় এলাকার নদ-নদীগুলিতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বেড়িবাঁধ ভেঙে যাওয়ার আতঙ্কে আছেন উপকূলীয় এলাকার লাখো মানুষ। এ ছাড়াও সাতক্ষীরা উপকূলে পানি উন্নয়ন বোর্ডের আওতায় ৮০০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ৩৫টি পয়েন্টের ২০০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিতে থাকায় ওই এলাকার জনপদগুলো ঝুঁকিতে রয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসন। দুর্যোগের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে ও মানুষের জানমালের নিরাপত্তায় জেলার ২৫০টির অধিক আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এছাড়াও ১২শ’ স্কুল-কলেজ বিকল্প আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রয়েছে। দুর্যোগকালীন জরুরী সাড়াদানের জন্য জেলায় খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। এছাড়াও ৬ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে।

ঘূর্ণিঝড় “সিত্রাং” মোকাবিলায় সোমবার রাতে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চল শ্যামনগরের মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির এবং পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।

পরিদর্শন কালে সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, সাতক্ষীরা জেলা পুলিশ আপনাদের আপদে-বিপদে সব সময় পাশে আছি । পুলিশ জনগণের বন্ধু। এই কনসেপ্ট আমরা সবসময় বাস্তবায়ন করতে চাই। এ সময় তিনি যে কোনো ধরনের পুলিশি সেবা গ্রহণের জন্য মোবাইল-০১৩২০১৪৩০৯৮ (কন্ট্রোল রুম, সাতক্ষীরা) নম্বরে এবং জরুরী প্রয়োজনে জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করার জন্য জনসাধারণকে পরামর্শ প্রদান করেন।

এ ব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর বলেন, ঝড়ের পূবেই মানুষকে নিরাপদে আশ্রয় কেন্দ্রে আনার জন্য স্ব স্ব উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া। একই সাথে প্রত্যেক ইউনিয়নে মেডিকেল টিম প্রস্তুতকরণ, পর্যাপ্ত শুকনো খাবার ও খাওয়ার পানি মজুদ রাখা, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে উদ্ধার কার্যক্রম চালানোর জন্য ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে উপকূলের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নিবিড় পর্যবেক্ষণে রাখা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার জানান, দুর্যোগ মোকাবেলায় সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।এই দুর্যোগে যেন কোন মানুষের প্রাণহানি না হয় সেজন্য জেলা প্রশাসন এবং জেলা পুলিশ দিনরাত কাজ করছে। জনপ্রতিনিধিরাও সরকারকে সর্বাত্মক ভাবে সহযোগিতা করছেন। সকালের প্রচেষ্টায় ইনশাআল্লাহ্ আমরা এ দুর্যোগ কাটিয়ে উঠব। বর্তমান সরকার দক্ষিণাঞ্চলে টেকসই বাঁধ নির্মাণে প্রতিশ্রæতিবদ্ধ। অচিরেই আমরা টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে সক্ষম হব।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

দেবহাটায় বিজিবি’র ইফতার সামগ্রী বিতরণ

পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা

যথাযথ ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনায় সাতক্ষীরায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত

আওয়ামী লীগ নেতার পুত্র সাব্বিরকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ

মহানবমীতে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শণ করলেন এমপি রবি

কালিগঞ্জের কাজলায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধন ও ফার্মেসীতে চুরি

ফিরোজ আহমেদ স্বপনকে বিজয়ী করার লক্ষে বিশাল নির্বাচনী জনসভা

কালিগঞ্জ উপজেলা ল্যাবরেটরী স্কুলের বার্ষিক আনন্দ ভ্রমণ

বধ্যভূমি  সংরক্ষণ কমিটির সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

কালিগঞ্জে আদি যমুনা নদী পুনঃখননের নামে দুর্নীতি ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন