শুক্রবার , ১ ডিসেম্বর ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

যশোরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মিষ্টি খাওয়ালেন পুলিশ

প্রতিবেদক
satkhirar sakal
ডিসেম্বর ১, ২০২৩ ১১:২৯ অপরাহ্ণ

শহিদ জয়, যশোর প্রতিনিধি : চারদিন আগে এইচএসসি ২০২৩ পরীক্ষা ফলাফল প্রকাশিত হয়। এদিন ফেসবুকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে স্ট্যাটাস দেন যশোর জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মফিজুল ইসলাম।

তার এই ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন ‘এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আমার ফেসবুক ফলোয়ার কোন শিক্ষার্থী থাকলে মিষ্টির দাওয়াত ও ভালোবাসা থাকলো।’

ফেসবুকে মিষ্টিমুখ করানোর দাওয়াত দিয়ে শুক্রবার (১ ডিসেম্বর) সকালে যশোরের বিভিন্ন উপজেলার ৩০ জন শিক্ষার্থীকে মিষ্টিমুখ করিয়েছেন পুলিশ কর্মকর্তা মফিজুল ইসলাম। শুধু মিষ্টিমুখ নয় এ সময় তিনি কৃতি শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা ও হাতে ক্রেস্ট তুলে দেন। তার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সকল শ্রেনী পেশার মানুষ। যশোর পৌর পার্ক মিলনায়তনে এ সংবর্ধনা ও মিষ্টিমুখ অনুষ্ঠানের আয়োজন করে পুলিশ কর্মকর্তা মফিজুল ইসলাম’র প্রতিষ্ঠা করা সচেতন সামাজিক সংস্থা’র (সাসস) যশোর জেলা কমিটি। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক সাদ্দাম হোসেন।

এ সময় সাসস এর সদস্যরাও উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে মিষ্টিমুখ করতে আসা যশোর সরকারি সিটি কলেজের শিক্ষার্থী রবিউল ইসলাম সাংবাদিকদের বলেন, মফিজুল স্যার ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন। ওই পোস্টে তিনি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মিষ্টিমুখ করার দাওয়াত দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় যারা ভালো ফলাফল করেছে তাদেরকে তিনি একত্রিত করে সকলকে মিষ্টিমুখ করিয়েছেন।

যশোর আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের শিক্ষার্থী ইকরামুল আলম পারভেজ সাংবাদিকদের বলেন,এটা ব্যাতিক্রমী উদ্যোগ। ফেসবুকে স্টাট্যাস দিয়ে কতজনেই বা কথা রাখে? কিন্তু মফিজুল স্যার আমাদেরকে একত্রিত করে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো, ক্রেস্ট দিল, নিজ হাতে মিষ্টিমুখ করালো। এটাই আমাদের কাছে বড় পাওয়া।

যশোর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী সাথী ইয়াসমিন বলেন, ভালো ফলাফল করার আনন্দটা তখনই আরও বেশি পাওয়া যায় যখন অন্যদের থেকে ভালো ফলাফল করায় সম্মাননা পাওয়া যায়। আজ আমাদের উৎসাহিত করা হয়েছে। আমাদের আরও পড়াশোনার প্রতি আগ্রহ বেড়েছে।

যশোর জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক ও সাসস এর প্রতিষ্ঠাতা মফিজুল ইসলাম বলেন ,এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের দিন আমি ফেসবুকে উত্তীর্ণদের মিষ্টিমুখ করানোর দাওয়াত দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় আমি আজ এ সকল শিক্ষার্থীদের মিষ্টিমুখ করিয়েছি, ক্রেস্ট দিয়েছি।

তাদেরকে নির্দেশনা দিয়েছি তারা যেন তাদের এই বয়সে কোন ভুল পথে পা না বাড়ায়। তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে পারে এজন্য তাদেরকে সচেতন করা হয়েছে। উল্লেখ্য যশোর ডিবি পুলিশের এই পুলিশ কর্মকর্তা একজন চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে জেলা পুলিশে তার ব্যাপক সুনাম রয়েছে।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত