তাসকিন আহম্মেদ, কুলিয়া : দেবহাটার কুলিয়ায় রাইট টু গ্রো প্রোজেক্টের উন্নয়ন কর্ম পরিকল্পনা প্রনয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর মঙ্গলবার কুলিয়া ইউনিয়ন পরিষদ হল রুমে সকাল ১০টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রোজেক্টের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আছাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবি এম খালিদ হোসেন সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অ্যাডভোকেসি ও জেন্ডার অফিসার অনন্দিতা বিশ্বাস, প্রজেক্ট সম্পর্কে আলোচনা করেন, রাইট টু গ্রো প্রোজেক্ট অফিসার তানজিমা আক্তার।
উপস্থিত ছিলেন কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাব ও দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ অহিদুজ্জামান, ইউপি সদস্যা ফতেমা খাতুন, শিরিনা রসুল, শ্যামলী রানী, ইউপি সদস্য যথাক্রমে শামসুজ্জামান ময়না, আবদুল হান্নান, গোলাম রব্বানী, আবু সাঈদ, মোশারফ হোসেন, প্রেম কুমার, বিধান চন্দ্র, প্রভাষ কুমার, জাহিদুল ইসলাম সহ স্থানীয় ব্যাক্তিবর্গ ও রাইট টু গ্রো প্রোজেক্টের বিভিন্ন গ্রæপের সদস্যরা।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এবি এম খালিদ হোসেন সিদ্দিকী তার বক্তব্যে বলেন, বাল্য বিবাহ, স্বাস্থ্য সম্মত স্যানিটেশন, বিশুদ্ধ পানি সরবরাহ, শিশু পুষ্টি, কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সেবার মান উন্নয়ন সহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডে সকলের অংশ গ্রহন নিশ্চিত করতে প্রত্যেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য/সদস্যাদের পাশাপাশি রাইট টু গ্রো প্রোজেক্টের সকল স্ট্যান্ডিং কমিটির সকল সদস্যদের সহযোগিতা করতে হবে। তিনি আরোও বলেন, কোন মানুষ যেন গৃহহীন না থাকে, প্রকৃত গৃহহীন থাকলে আমাকে জানাবেন। তাছাড়া দরিদ্র হত দরিদ্র সকল জনগণ সরকারী সুবিধা থেকে বঞ্চিত না হয়, আপনারা সরকারী কোন কাজে কোথাও দূর্নীতি দেখলে আমাকে অবহিত করবেন।