ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : মানুষকে সভ্য করে তোলার একমাত্র মাধ্যম হলো বিদ্যালয়, সু -শিক্ষাই জাতির মেরুদন্ড এই প্রতিপাদ্যক সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত কালিগঞ্জ সদর এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বেলা ১১ টায় স্কুল প্রাঙ্গণের হলরুমে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সর্ব প্রথমেই অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পঞ্চম শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ এবং পঞ্চম শ্রেণির ছাত্রীর জবা বিশ্বাস গীতা পাঠ করে।
বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক গঙ্গা সরকারের সভাপতিত্বের সহকারী শিক্ষক শেখ সিরাজুল ইসলামের সার্বিক সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খান আবুল বাশার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সদস্য সাংবাদিক ফজলুল হক, এম খাতুন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গঙ্গারানী সরকার, সহকারী শিক্ষক হাসিব মেহেদী হাসান,সহকারী শিক্ষক সুজন দত্ত,সহ শিক্ষক আরিজুল ইসলাম, সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক নাজমুন নাহার অভিভাবক সদস্যদের মধ্যে যথাক্রমে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান রনি আহমেদ, রাবেয়া খাতুন রোজিনা খাতুন , ফাতেমা শারমিন আক্তার তাসলিমা বেগম শরিফা খাতুন আফসানা আতিকুর রহমান, মমতাজ সুলতানা আহমেদ, আরাফাত হোসেন প্রমুখ সহ অত্র বিদ্রোহের ছাত্র-ছাত্রী ও অসংখ্য ছাত্র-ছাত্রীদের অভিভাবক উপস্থিত ছিলেন এ সময় অত্র বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ হয়ে স্কুল ফার্স্ট এবং প্রথম স্থান অধিকার করেছেন প্রিয়ন্ত বিশ্বাস ।
চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে মোবাসিরা জাহান, চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করেছে আবু হানিফা, তৃতীয় শ্রেণিতে থেকে চতুর্থ শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করেছে অংকুর দত্ত এবং দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণিতে উত্তীর্ণ হয়ে প্রথম স্থান অধিকার করেছে মোহন বৈদ্য সর্বমোট প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর পর্যন্ত ১০৪ জন ছাত্রছাত্রী কৃতজ্ঞতার শহিদ সফলতা অর্জন করেছে পাশের হার শতভাগ গৌরব অর্জন করতে সক্ষম হয়েছে।