ফারুক রহমান : অসহায়, দরিদ্র ও সুববিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা আশা সাতক্ষীরা জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র প্রদান করেছে। ৭ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের কার্যালয়ে দরিদ্র পরিবারের মানুষদের মাঝে বিতরণের জন্য আশার পক্ষ থেকে ৪৩০ পিস শীতবস্ত্র (কম্বল) জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করা হয়।
এ সময় আশা সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের এডিশনাল ডিভিশনাল ম্যানেজার এ কে এম সেলিম আল রেজা, সাতক্ষীরার জেলা ব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আমানত উল্লাহ, শাখা ব্যবস্থাপক এ কে এম আমিনুর রহমান, মোঃ আলমঙ্গীর হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, আশা প্রতি বছর দেশের বিভিন্ন এলাকায় অসহায়, দরিদ্র ও সুববিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে।