তাপস সরকার তালা : বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের পরিচালনায় ও সাতক্ষীরার তালা উপজেলা ব্যবস্থাপনায় ২৭৮তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের সমাপনী অনুষ্ঠানে ক্যাম্প ফায়ার ও সনদপত্র বিতরণ করা হয়। সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় কুমিরা পাইলট বালিকা বিদ্যালয়ের হলরুমে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, স্কাউট এর আঞ্চলিক পরিচালক পিযুজ জামান, কোর্স লিডার আবুল বাশার পল্টু, দীদার হোসেন, তালা উপজেলা স্কাউট এর কমিশনার এনামুল ইসলাম, অত্র স্কুলের প্রধান শিক্ষক গৌতম কুমার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সজীবুদ্দৌলা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনায় করেন শিক্ষক জাহাঙ্গীর হোসেন।