কালিগঞ্জ ব্যুরো : সাতক্ষীরার চিংড়ি মাছের সুনাম আছে আন্তর্জাতিক বাজারে, কিন্তু বিভিন্ন সময় চিংড়ি মাছের বিভিন্ন ভাইরাস জনিত সমস্যা সম্মুখীন হয়ে থুবড়ে পড়েছিলো এই চিংড়ি চাষ, কিন্তু বর্তমান সরকারের যুগ উপযোগী সিদ্ধান্ত মৎস্য অধিদপ্তরের সাসটেনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রজেক্ট এর আওতায় প্রান্তিক পর্যায়ে চাষীদের কে প্রশিক্ষণের মাধ্যমে বদলে গেছে চিংড়ির চাষীদের ভাগ্য।
প্রজেক্টেতে বৈজ্ঞানিক পদ্ধতিতে উৎপাদন হচ্ছে সুস্থ-সবল রোগ মুক্ত চিংড়ি মাছ, তারই ধারাবাহিকতায় কালিগঞ্জ মৎস্য অফিসের সহযোগিতায় মৎস্য সিনিয়র কর্মকর্তা মোঃ নাজমুল হুদার সঠিক দিকনির্দেশনায় সাসটেনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রজেক্ট এ কর্মরত মেরিন ফিশারিজ কর্মকর্তা সাবিয়া খাতুন, টেকনিক্যাল অফিসার নিশান মিত্র ও ক্লাস্টার মবিলাইজার এস কে এম মনির সার্বিক সুপারভিশন এর মাধ্যমে চিংড়ি চাষে সফল হয়েছে মথুরেশপুর ইউনিয়নের প্রশিক্ষণপ্রাপ্ত ২৬ জন চিংড়ি চাষী, বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রজেক্টে এর সফল চাষ দেখে উৎসাহিত হচ্ছে কালিগঞ্জ উপজেলার অন্যান্য ইউনিয়নের চাষিরা, সফল চাষিরা সাংবাদিকদের জানাই সরকারের এই যুগ উপযোগী সিদ্ধান্তে নতুন করে চিংড়ি চাষের উপর আস্থা পাচ্ছে এবং লাভবান হচ্ছে প্রান্তিক পর্যায়ে চাষিরা, এজন্য তারা মৎস অধিদপ্তর সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।