বৃহস্পতিবার , ১৪ ডিসেম্বর ২০২৩ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

দৈনিক সাতক্ষীরা কণ্ঠের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রতিবেদক
satkhirar sakal
ডিসেম্বর ১৪, ২০২৩ ১২:৩৩ পূর্বাহ্ণ

মোঃ আজগার আলী : বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘দৈনিক সাতক্ষীরার কণ্ঠ’ এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটায় শহরের লেকভিউ কনভেনশন সেন্টারে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল, মুক্তিযুদ্ধের চেতনায় সত্য প্রকাশে নির্ভীক, সত্যের সন্ধানে সাহসী দৈনিক সাতক্ষীরা কন্ঠ ১ বছর পেরিয়ে ২ বছরে পদার্পণ উপলক্ষে কেক কেটে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

সাতক্ষীরা জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও দৈনিক সাতক্ষীরা কন্ঠর সম্পাদক মন্ডলীর সভাপতি এ্যাড, শেখ তামিম আহমেদ সোহাগ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্যামস ইশতিয়াক শোভন, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবু, আওয়ামী লীগ নেতা রাশিদুজ্জামান রাশি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তার হোসেন। পত্রিকার প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে অতিথিগন বলেন, সাংবাদিকরা দেশ ও জনগনের বন্ধু।

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে মিডিয়ার অবদান অপরিসীম। তাদের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থাকতে হয়। একজন সাংবাদিক তার লেখনীর মাধ্যমে যেমন জাতিকে জাগ্রত করতে পারে তেমনি সমাজের অনেক ক্ষতিও করতে পারে। এজন্য সাংবাদিকদের সতর্ক থেকে মানুষের কল্যাণে কাজ করতে হয়। মিথ্যা, অসত্য লেখনীর মাধ্যমে সমাজকে যারা পিছিয়ে দেয় তারা জনগনের শত্রæ। তাদের থেকে সকলকে দুরে থাকতে হবে। দেশ এগিয়ে যাচ্ছে। সাতক্ষীরাও এগিয়ে যাবে। সাতক্ষীরার উন্নয়ণ নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে সকলকে একযোগে রুখে দাঁড়াতে হবে। সেই শুভক্ষনটি দৈনিক সাতক্ষীরা কন্ঠ পরিবার সহ পাঠক ও শুভানুধ্যায়ীদের জন্য গৌরব ও আনন্দের। এজন্য সাংবাদিকের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।

দৈনিক সাতক্ষীরা কণ্ঠের ২ বছরে পদার্পন অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক সাতক্ষীরা কণ্ঠ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। তাদের এই ধারা অব্যহত থাকুক এমন প্রত্যাশা সকলের। বক্তারা আরও বলেন, বর্তমান সরকার অবাধ তথ্য প্রবাহের ব্যবস্থা করেছে। এজন্য বর্তমানে সংবাদমাধ্যমের সংখ্যাও বেড়েছে। বিশেষ করে ডিজিটাল সংবাদমাধ্যম মানুষের পছন্দের শীর্ষে। সরকার বিরোধীরা বিভিন্ন সময়ে তাদের বাক রোধ করার অভিযোগ জানালেও আমরা দেখছি বিরোধী দলের লোকজন বিভিন্ন মিডিয়ায় টকশোতে তাদের মতামত তুলে ধরছেন।

সরকার যদি সত্যিই তাদের বাক রুদ্ধ করেই দিতো তাহলে তারা মিডিয়ার সামনে এসে তাদের মতামত প্রকাশ করতে পারতেন না। বক্তারা দৈনিক সাতক্ষীরা কণ্ঠের উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, নিউজ পোর্টালটি অল্প সময়ে মধ্যে মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। দেশের এই অগ্রযাত্রায় দৈনিক সাতক্ষীরা কন্ঠ আমাদের সঙ্গে থেকে দ্যুতি ছড়াবে আশা করি। দৈনিক সাতক্ষীরা কন্ঠ যেভাবে উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করছে, সেই ভাবে সকল মিডিয়ার এগিয়ে আসা উচিত।

লাল সবুজের আলোয় আলোকিত দৈনিক সাতক্ষীরা কন্ঠ পত্রিকার সাফল্য এবং পাঠক প্রিয়তা বৃদ্ধি কামনা করেন বক্তাগণ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন , দৈনিক সাতক্ষীরা কণ্ঠের সম্পাদক শেখ ইলিয়াস হোসেন রুবেল, নির্বাহী সম্পাদক নুরুল হক, সাংবাদিক তুষার আজাদ, সাংবাদিক আলী রাজ, দৈনিক আজকের সাতক্ষীরার সাংবাদিক, জিয়াউর রহমান জিয়া, দৈনিক একাত্তর সংবাদ এর বিভাগীয় প্রধান সৈয়দ সিরাজুল ইসলাম, সাতক্ষীরা নিউজ ক্লাব এর সিনিঃ সহ-সভাপতি জিয়াউর রহমান, একাত্তর সংবাদ এর সাতক্ষীরা প্রতিনিধি আজহারুল ইসলাম, দৈনিক সাতক্ষীরার সকালের শামীম রেজা রাজু, দৈনিক কালের চিত্র ও দ্য এডিটরসের সাংবাদিক মেহেদী হাসান শিমুল, দৈনিক আজকের সাতক্ষীরার জিয়াউর রহমান জিয়া ও সহ-সম্পাদক আজগার আলীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন দৈনিক সাতক্ষীরা কন্ঠের নির্বাহী সম্পাদক জনাব মোঃ নুরুল হক এবং সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দৈনিক সাতক্ষীরা কন্ঠ সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনার বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবীতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল

ঘোনায় ঘোড়া প্রতিকে চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাড. সোহাগের নির্বাচনী জনসভা

কনস্টেবল হতে এসআই (সঃ/নিঃ) পদমর্যাদার পুলিশ সদস্যদের দুই দিন মেয়াদী প্রশিক্ষণ

৬ দফা দাবিতে উপকূলের মানুষের ইশতেহার শীর্ষক সংলাপ

কালিগঞ্জে বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে বসন্ত বরণ ও পিঠা উৎসব

কালিগঞ্জের বিষ্ণুপুর আস্থা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

কালিগঞ্জে টিসিবির পণ্য বিক্রয়, পরিদর্শনে এসিল্যান্ড

তালায় যুবদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তিকরণ সভা

দামারপোতা সমাজকল্যাণ পরিষদের সদস্য সম্মেলন ও শপথ গ্রহন

আশাশুনিতে পিতার আকর্ষিক মৃত্যু, লাশবাহী অ্যাম্বুলেন্সে কন্যা সন্তানের জন্ম দিলেন মা