বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরায় মহান বিজয় দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে ফজলুল হক ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের নেতৃত্বে র্যালিতে অংশ নেন সহ-সভাপতি অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আবু আহম্মেদ, যুগ্ম সম্পাদক আ হ ম তারেক উদ্দীন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর-রশিদ, মহিলা সম্পাদক শিমুন সামস, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তানভীর হুসাইন সুজন, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কাজী ফিরোজ হাসান, সদস্য সচিব আহসান হাবিব অয়ন, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমানসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।